দা গ্রামার ওফ প্রোগ্রামারস – ০১ – ইগ্নোর দা গিট-ইগ্নোর

যখন এর মাহাত্ম্য আমি বুঝলাম ততক্ষণে আমি আমার বোকামি ধরে ফেলেছি

বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটা সময় আমি কোড গুলো স্টোর করেছি একটু সাধারণভাবে , যখন আমার কোন কিছু সেভ করে রাখা দরকার হতো তখন আমি সবগুলো কোড জিপ করে রাখতাম এবং নামের শেষে ডেট দিয়ে রাখতাম যেন আমি বুঝতে পারি যে কোন কোডটি আমি লাস্ট কবে আপডেট করেছি। আর যখন শেয়ার করার দরকার হতো তখন তো গুগোল ড্রাইভ ছিলই, আমি সেগুলো আপলোড করে দিতাম এবং যাকে দরকার তাকে শেয়ার করতাম। বিশ্ববিদ্যালয় জীবনে এমন অনেকে অনেক কিছুই তো করেছি।

পড়তে থাকুন দা গ্রামার ওফ প্রোগ্রামারস – ০১ – ইগ্নোর দা গিট-ইগ্নোর